নবীতত্ত্ব
নবী বলতে সেসব ব্যক্তিকে বোঝানো হয় যারা দাবি করেন যে ঈশ্বরের সাথে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ বা বার্তা বিনিময় হয়েছে। তত্ত্ব শব্দের অর্থ হলো: তথ্য, স্বরুপ, বিশেষ অর্থ, দর্শন ইত্যাদি।
নবীরা যে সকল শিক্ষা লাভ করেন তা নিঃস্বার্থভাবে অন্যান্য লোকদের মাঝে বিলিয়ে দেন। নবিদের অধিকাংশই মানুষকে সুসংবাদ অথবা সতর্কবার্তা প্রদান করেন। নবীগণ যে বার্তা লাভ করেন তাকে নবুয়াত বলা হয়।
ইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম, ইসলাম, মরমনবাদ, জরথ্রুস্ত্রবাদ, এবং অন্যান্য ধর্মে নবিগনের কথা উল্লেখ করা হয়েছে। আব্রাহামিক ধর্মসমুহে, দুই ধরনের নবির কথা উল্লেখ করা হয়েছে। এরা হলেন প্রধান নবী এবং অপ্রধান নবী। প্রধান নবীগণ মানুষকে বিভিন্ন রকমের শিক্ষা প্রদান করে থাকেন। অপরদিকে, অপ্রধান নবীগণ পূর্বের নবীগণের শিক্ষাকেই পুনঃবাস্তবায়ন করেন।
-
নবী দিনের রাসুল খোদার মশগুল
ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল
নবী দিনের রাসুল খোদার মশগুল।
ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল।। -
আয় গো যাই নবীর দ্বীনে
দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
আয় গো যাই নবীর দ্বীনে
দ্বীনের ডঙ্কা বাজে
শহর মক্কা মদীনে॥ -
কী নামে ডাকিলে তারে - বাগেন্দ্রিয় না সম্ভবে
আপনার আপনি ফানা হলে
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন/কী নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।। -
ধন্য মায়ের নিমাই ছেলে
এমন বয়সে নিমাই
ধন্য মায়ের নিমাই ছেলে
এমন বয়সে নিমাই
ঘর ছেড়ে ফকিরী নিলে॥ -
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা
আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা॥ -
বলরে নিমাই বল আমারে
রাধা বলে আজভাবি আজ
বলরে নিমাই বল আমারে
রাধা বলে আজভাবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে॥ -
সাঁই আমার কখন খেলে কোন খেলা
জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা।
জীবের কি সাধ্য আছে
গুণে পড়ে তাই বলা।। -
এক ফুলে চার রঙ ধরেছে
সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
এক ফুলে চার রঙ ধরেছে।
সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে।। -
নৈরাকারে ভাসছে রে এক ফুল
সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
নৈরাকারে ভাসছে রে এক ফুল।
সে যে ব্রহ্মাবিষ্ণু হর
আদি পুরন্দর
তাদের সে-ফুল হয় মাতৃকুল।। -
একি আজগবি এক ফুল
ও তার কোথায় বৃক্ষ
একি আজগুবি এক ফুল
ও তার কোথায় বৃক্ষ
কোথায় আছে মূল।। -
রাসুলের সব খলিফা কয় বিদায়কালে
গায়বী খবর আর কি পাব আজ তুমি গেলে
রাসুলের সব খলিফা কয় বিদায়কালে।।
-
আশেক বিনা ভেদের কথা কে আর পোছে
শুধালে খলিফা সবে রাসূল বলেছে
আশেক বিনা ভেদের কথা কে আর পোছে।।
-
রাছুলকে চিনলে পরে খোদা চিনা যায়
রুপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
রাছুলকে চিনলে পরে খোদা চিনা যায়।।
-
রাছুলকে তা চিনতে নারে
রাছুল পয়দা হলেন আল্লার নূরে
রাছুলকে তা চিনতে নারে।।
-
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
কারে বলিস নবী দিশা পালিনে
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে।।
-
নবী একি আইন করলেন জারী
পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
নবী একি আইন করলেন জারী।।
-
হতে চাও হুজরের দাসী
মনে গিল্লাত পোরা রাশি রাশি
হতে চাও হুজরের দাসী
মনে গিল্লাত পোরা রাশি রাশি।। -
পার হবি চুলের সাঁকো কেমন করে
একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে
পার হবি চুলের সাঁকো কেমন করে?
একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে।। -
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী।। -
নবীর আইন বোঝার সাধ্য নাই
যার যমন বুদ্ধিতে আসে বলে তাই
নবীর আইন বোঝার সাধ্য নাই।।
Page 1 of 2