Select your language

বড় নিগুমেতে আছেন গোঁসাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই

যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই

বড় নিগুমেতে আছেন গোঁসাই
যেখানেতে আছে মানুষ
চন্দ্র সূর্যের বারাম নাই।।
চন্দ্র সূর্য যে গড়েছে
ডিম্বরুপে সেই ভেসেছে
একদিনে হিল্লোলে এসে
নিরজ্জনের জন্ম হয়।।

হাওয়াদ্বারী দেল কুঠরি
মানুষ আছে স্বর্ণপুরী
শুন্যকারে শুন্যপুরী
মানুষ রয় মানুষের ঠায়।।

আত্মতত্ত পরম তত্ত
বৃন্দাবনে নিগুঢ় তত্ত
লালন বলে সেই সব অর্থ
সেই ধামেতে মানুষ নাই।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন