যত খুশি ব্যাথা দাও
(যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো
বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।।
মন গগনে ফুলবনে; তুমি বনমালী
আমি তো সেদিন ছিলাম; প্রথম গানের কলি।।
দুটি বীনা একই সুর
ভালবাসা কি মধুর।।
যত দুরে তোমায় ছেড়ে যাইবো, বন্ধুরে।।
যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি
যেই গানের ছন্দে দিতাম মুক্তো ঝরা হাসি।
সেই মিলন রজনী; আজও তারে ভুলিনি
বিরহ রাগিণী হয়ে বাঁচবো, বন্ধুরে।।
কুল হারা ফুল আমি; নাই কোনো ঠিকানা নাই
ভুল বুঝোনা মোরে, যত দুরে ভেসে যাই।।
পাবোনা জীবনের স্বাদ; নিয়ে শুধু অপবাদ
জলে পুরে ছাই হয়ে মরবো, বন্ধুরে ।।
ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ রবে না পাশে
মাতাল রাজ্জাকের শেষ পানের ডাক যদি নেমে আসে।
ধুলো কাদা মুছিয়া; বন্ধু তোর কাছে গিয়া
চির নিদ্রায় ঢলে আমি পরবো বন্ধুরে।।
কথাঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান
শিল্পীঃ- বাউল নাজমুল