Select your language

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি

পারে লয় যাও আমায়

পারে লয় যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়।।

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।

নাই আমার ভজন সাধন
চরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই।।

অগতির না দিলে গতি
ও নামে রহিবে ক্ষতি
লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়।।

শিল্পীঃ ডলি সায়ন্তনী (Doly Shayontoni) :

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন