ভক্তি দাওহে যাতে চরণ পাই
জগত মুক্তিতে ভোলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই।।
ভক্তিপদ বন্দ চিত্ত করে
মুক্তিপদ দিচ্ছ সবারে
যাতে জীব ব্রহ্মাণ্ড ঘুরে
কাণ্ড তোমার দেখতে পাই।
রাঙ্গা চরণ দেখবো বলে
বাঞ্ছা সদাই হৃদকমলে
তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই।
চরণের ঐ যোগ্য মন নয়
তথাপি ঐ রাঙ্গা চরণ চাই
লালন বলে হে দয়াময়
দয়া কর আজ আমায়।।
শিল্পীঃ রব ফকির (Rob Fakir):