তাদের জীবনটা যেন এক শুন্য
মনে রেখো যারা ঘর ভাঙ্গা নারী
তাদের জীবনটা যেন এক শুন্য।
সবাই সুযোগ পেলে কিছু ভালোবাসে।।
ক্ষণিক অভিলাষের জন্য
মনে রেখো।
মৌ বন শুকায়িবে
একদিন জীবনে ভ্রমরা
মিছে আসবেনা অকারণে।।
আপন মনের দোষে কেউ পথে পথে।।
কেউ বা পেয়ে চির ধন্য
মনে রেখো।
রূপসী বধূরা মান করে সারা বেলা
স্বামীর পাঁজর ভেঙ্গে তাঁরা করে খেলা।।
গোপন বেশে প্রেম বিলায়ে।।
প্রেম কে করে অমান্য
মনে রেখো।
মনে রেখো যারা ঘর ভাঙ্গা নারী
তাদের জীবনটা যেন এক শুন্য।
সবাই সুযোগ পেলে কিছু ভালোবাসে।।
মনে রেখো।
মনে রেখো।
মনে রেখো।
শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):