খুঁজলে সেই ধন পাইবি কি মন
খুঁজলে সেই ধন পাইবি কি মন
ওপারে আকাশের ঠিকানায়।
হাওয়ার পাখি ফিরে না আর
যদি চলে যায়।।
সে যে তিন টুকরা কাপড় পইড়া
ভব মায়ায় সঙ্গো কইরা
ঘুমায়তাছে মাটির
পিন্জিরায়।।
হাজার রকম আশা দিলা
আয়ু দিলা কম।
মোহের ফান্দে ফেলিয়া মন
পার করলা জনম।।
ও সে যে নিজের
খেয়াল খুশি মত
ভাঙ্গো গড়ো অবিরত
আমারে কান্দাইয়া
হাঁসো বসে নিরালায়।।
জন্ম মৃত্যু রং তামাশা
দুই চোখের পানি।
এইতো বিধির লীলা ভুমির
জীবনও কাহিনী।।
ওরে যতনে জীবন সাজাইয়া
যমের কাছে বন্ধক দিয়া।
কয়েদি বানাইয়া তুমি
সাজা দাও আমায়।।
কথাঃ- ফকির শাহাবুদ্দীন
শিল্পীঃ- ফকির শাহাবুদ্দীন