বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ও দয়াল তোমার লীলা বোঝা দায়
ও দয়াল তোমার লীলা বোঝা দায়

দীনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়

ও দয়াল তোমার লীলা বোঝা দায়
দীনের বন্ধু করুণা সিন্ধু,
বাঁকা শ্যামরায়।।

তুমি গোঠের রাখাল রাজা,
যশোদার কানাই,
বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা,
নদীয়ার নিমাই।।

তোমারই নাম সকাল সাঁঝে
শুক-শারি গাঁই।
দীনের বন্ধু করুণা সিন্ধু
বাঁকা শ্যামরায়।

তুমি রাতের ধ্রুবতারা,
তুমি রবি দিনে,
তোমার রসের রসিক যেজন,
সেজন নেবে চিনে।।

তুমি ছাড়া এ জগতে
চলার উপায় নাই।
দীনের বন্ধু করুণা সিন্ধু
বাঁকা শ্যামরায়।

তুমি সাথী দুঃখে আমার,
তুমি সাথী সুখে,
তোমার পরশ জাগায় হরষ,
নিতি আমার বুকে।।

তুমি ছাড়া ভবার্ণবের
পারের উপায় নাই;
দীনের বন্ধু করুণা সিন্ধু
বাঁকা শ্যামরায় ও দয়াল।

কথাঃ- ভবা পাগল, শিল্পীঃ- লাল চাঁদ ফকীর

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন