Select your language

আজ রোগ বাড়ালি কুপথ্য করে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে

ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে

আজ রোগ বাড়ালি কুপথ্য করে।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে।।

মানলে কবিরাজের বাক্য
তবে তো রোগ হত আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ
হয়ে রোগ বাড়ালি রে।।

অমৃত ঔষধ খালি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ লালসে ভুলে রইলি
ধিক তোর লালসে রে।।

লোভে পাপ, পাপে মরণ
তা কি জান না রে মন
লালন বলে, যা যা এখন
মর গে ঘোরে বিমারে।।

শিল্পীঃ- নিজাম সাঁই

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন