ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়
একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়।
ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়।।শহর বেড়ে অয়ুত দোরে
মাঝখানে ভাবের মন্দিরে
সেই নিগম জায়গায় , ও তাঁর পবন দ্বারে
চৌকি ফেরে রে, এমন ঘরে চোর আসে যায়।।এক শহরে চব্বিশ জেলা
দাগছে রে কামান দুবেলা (বলিয়ে জয় জয়)
ধন্য চোরে এ ঘাট মারে রে
রাখে না সে কাহারো ভয়।।মন-বুদ্ধির আগোচর চোরা
বললে কি প্রত্যবি তোরা
আজ আমার কথায়; সাঁই লালন বলে
ভাবুক হলে ধাক্কা লাগে তাহারি গায়।।