কারো রবে না এ ধন জীবন যৌবন
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা।
একবার সবুরের দেশে বয় দেখি দম কসে
উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা।।
যে করিল কালার চরণের আশা
জান না রে মন তার কি দুর্দশা
ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুন রূপে প্রভু করে ছলনা।।
প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট পেল সেহি কৃষ্ণনামে
তারে জলেতে ডুবাইল, অগ্নিতে পুড়াইল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।
কর্ণরাজা ভবে বড়দাতা ছিল
অতিথি রূপে তাহার সবংশে নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল শোগী
অতিথির মন করেন সান্ত্বনা।।
রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা।।