স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন।
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান।।
নিভায়ে মদনজ্বালা
ওহিমুণ্ডে কর গা খেলা
উভয় নিহার ঊর্ধ্বতালা
প্রেমের এই লক্ষণ।।
একটি সাপের দুটি ফণী
দুই মুখে কামড়ালেন তিনি
প্রেমবাণে বিক্রম যিনি
তার সঙ্গে দাও রণ।।
মহারস মুদিত কমলে
প্রেমশৃঙ্গারে লও গো তুলে
আপ্ত সাবধান সেই রণকালে
কয় ফকির লালন।।
শিল্পীঃ টুনটুন ফকির (Tuntun Fakir):