বলাই দাদার দয়া নাই প্রাণে
বলাই দাদার দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।।
বড় বড় রাখাল যারা
ওমা বসে থাকে তারা
আমায় করে জ্যান্তে মরা
বলে ধেনু ফিরানে ।।
ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা
ধেনু রাখার বল থাকে না
বলাই দাদা বোল বোঝে না
কথা কয় হেনে ।।
বনে এসে রাখাল সবাই
বলে এস খেলি কানাই
হারিলে স্কন্ধে বলাই
চড়ে সেই মনে।।
তোরা যা সব রাখালগণে
আমি আর যাবো না বনে
খেলব খেলা আপন মনে
লালন তাই ভণে ।।
শিল্পীঃ টুনটুন ফকির (Tuntun Fakir):