এস আই টুটুল একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। কুষ্টিয়া জেলার কমলাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। সাত ভাই বোনের পরিবার। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন।
শৈশব থেকেই টুটুল নিজেকে সঙ্গীতে নিয়োজিত রেখেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। যদিও তিনি পিয়ানোর উপর প্রশিক্ষণ নিয়েছেন তবুও তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী। টুটুল মূলত এল আর বি ব্যান্ড এর একজন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।
দারুচিনি দ্বীপ নামক চলচিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন। তিনি ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচিত্র উৎসবে নিরন্তর চলচিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
১৯৯৯ সালে টুটুল বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদ এর সাধে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গানের সুরঃ-
সঙ্গীত পরিচালনাঃ-
- ভালোবাসা এমনই হয় (২০১৭)
- কৃষ্ণপক্ষ (২০১৬)
- বাপজানের বায়স্কোপ (২০১৫)
- পদ্ম পাতার জল (২০১৫)
- ঘেটুপুত্র কমলা (২০১২)
- আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
- রক্ত পিপাসা (২০০৭)
- তুমি আছো হৃদয়ে (২০০৭)
- নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)
- দারুচিনি দ্বীপ (২০০৭)
- নিরন্তর (২০০৬)
- হৃদয়ের কথা (২০০৬)
- রানীকুঠির বাকী ইতিহাস (২০০৬)
- ব্যাচেলর (২০০৪)
- অন্তর জ্বালা (নির্মানাধীন)
- ওয়ারিশ
সঙ্গীত শিল্পীঃ-
- মাস্তান ও পুলিশ (২০১৭)
- পৃথিবীর নিয়তি (২০১৬)
- আই লাভ ইউ প্রিয়া (২০১৫)
- দ্য স্টোরি অব সামারা (২০১৫)
- ভালোবাসা সীমাহীন (২০১৫)
- আরো ভালোবাসবো তোমায় (২০১৫)
- এপার ওপার (২০১৫)
- বাপজানের বায়স্কোপ (২০১৫)
- হৃদয় দোলানো প্রেম (২০১৫)
- হিরো দ্য সুপারস্টার (২০১৪)
- হিটম্যান (২০১৪)
- অনেক সাধনার পরে (২০১৪)
- কুসুমপুরের গল্প (২০১৪)
- সেরা নায়ক (২০১৪)
- তুই শুধু আমার (২০১৪)
- কুমারী মা (২০১৩)
- এইতো ভালোবাসা (২০১৩)
- মাটির পিঞ্জিরা (২০১৩)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
- তোমার আছি তোমারই থাকবো (২০১৩)
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- প্রেমিক নাম্বার ওয়ান (২০১৩)
- নিষ্পাপ মুন্না (২০১৩)
- অন্যরকম ভালোবাসা (২০১৩)
- জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
- ডন নাম্বার ওয়ান (২০১২)
- চেহারা (২০১২)
- ঢাকার কিং (২০১২)
- মোস্ট ওয়েলকাম (২০১২)
- আত্মগোপন (২০১২)
- পাগলা হাওয়া (২০১২)
- দারোয়ানের ছেলে (২০১১)
- আমার পৃথিবী তুমি (২০১১)
- অস্ত্র ছাড়ো কলম ধর (২০১১)
- বেইলী রোড (২০১১)
- ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
- আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
- হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)
- জমিদার (২০১০)
- বাপ বড় না শ্বশুর বড় (২০১০)
- নিঝুম অরণ্যে (২০১০)
- প্রেমে পড়েছি (২০১০)
- বলো না তুমি আমার (২০১০)
- পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)
- মায়ের চোখ (২০১০)
- খোঁজ - দ্য সার্চ (২০১০)
- বাজাও বিয়ের বাজনা (২০১০)
- মন যেখানে হৃদয় সেখানে (২০০৯)
- প্রেম কয়েদী (২০০৯)
- জন্ম তোমার জন্য (২০০৯)
- রাস্তার ছেলে (২০০৯)
- ভালোবাসার লাল গোলাপ (২০০৯)
- সাহেব নামে গোলাম (২০০৯)
- আমার প্রাণের প্রিয়া (২০০৯)
- মন দিয়েছি তোমাকে (২০০৯)
- বলো না কবুল (২০০৯)
- কাজের মানুষ (২০০৯)
- ও সাথী রে (২০০৯)
- গুরু ভাই (২০০৯)
- মন ছুঁয়েছে মন (২০০৯)
- মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)
- জীবন নিয়ে যুদ্ধ (২০০৯)
- চিরদিন আমি তোমার (২০০৯)
- সমাধি (২০০৮)
- তোমাকেই খুজছি (২০০৮)
- তোমাকে বউ বানাবো (২০০৮)
- তুমি স্বপ্ন তুমি সাধনা (২০০৮)
- মায়ের স্বপ্ন (২০০৮)
- সন্তান আমার অহংকার (২০০৮)
- আমার জান আমার প্রাণ (২০০৮)
- তুমি আমার প্রেম (২০০৮)
- আমার আছে জল (২০০৮)
- বধূবরণ (২০০৮)
- বাবা আমার বাবা (২০০৮)
- আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
- আমাদের ছোট সাহেব (২০০৮)
- তুমি আছো হৃদয়ে (২০০৭)
- দারুচিনি দ্বীপ (২০০৭)
- স্বামীর সংসার (২০০৭)
- রক্ত পিপাসা (২০০৭)
- নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)
- শত্রু শত্রু খেলা (২০০৭)
- আমি বাঁচতে চাই (২০০৭)
- পিতার আসন (২০০৬)
- হৃদয়ের কথা (২০০৬)
- ব্যাচেলর (২০০৪)
- জীবনের গ্যারান্টি নাই (২০০৪)
- ভণ্ড নেতা (২০০৪)
- জলরং
- তবুও তুমি আমার
- ওয়ারিশ