বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ডঃ আবুল আহসান চৌধুরী
ডঃ আবুল আহসান চৌধুরী

কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, গবেষক, শিক্ষাবিদ

কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, গবেষক, শিক্ষাবিদ ডঃ আবুল আহসান চৌধুরী ১৯৫৩ সালের ১৩ জানুয়ারী কুষ্টিয়ার মজমপুরে নিজ পিত্রালয়ে জন্মগ্রহন করেন। পিতা ফজলুল বারী চৌধুরী, মাতা সালেহা খাতুন।

আবুল আহসান চৌধুরী কুষ্টিয়া মিশন স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল, কুষ্টিয়া সরকারী কলেজে পড়াশুনা করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স এবং পিএইচডি ডিগ্রী লাভ করেন।

তার পিতা সাহিত্যিক ও অনারারি ম্যাজিস্ট্রেট ফজলুল বারী চৌধুরীর [১৯০৪-১৯৭৪] প্রেরনায় তার সাহিত্যের চর্চার হাতেখড়ি। ছাত্রাবস্থায় কয়েকখানি কাব্য ও গবেষনা গ্রন্থ রচনা ও সম্পাদনা করে বিশেষ কৃতিত্বের প্রদর্শন করেন।

ছোটবেলা থেকেই তার মধ্যে একটা নেতৃত্ব ভাব পরিলক্ষিত হত। কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ১৯৬৯-১৯৭০ সালে নাট্য ও সমাজকল্যান সম্পাদক নির্বাচিত হন। ছাত্র থাকাবস্থা থেকেই বড় বড় কবি, সাহিত্যিক, উচু দরের লোকদের সাথে তার উঠাবসা। তার ভেতরে মেধা, প্রতিভা ও অধ্যাবশায় ছিলো। সেই শক্তিই তাকে এতদুর আসতে প্রেরনা যুগিয়েছে।

তিনি স্বাধীন বাংলা সাহিত্যিক, শিল্পী বুদ্ধিজীবি সংগ্রাম পরিষদ ১৯৭১ এর সাধারন সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন ডঃ আনোয়ারুল করীম। মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই সংগঠনের মাধ্যমে আবুল আহসান চৌধুরী বিশেষ সক্রিয় ভূমিকা রাখেন।

বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ জাতীয় যাদুঘর, পশ্চিমবঙ্গ সরকার এবং দেশে বিদেশে নানা প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত তার প্রায় ৬০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিশেষ করে লালন শাহ্‌, মীর মোশাররফ, কাঙাল হরিনাথ ও লোকসংস্কৃতি সম্পর্কিত গবেষনা দেশে বিদেশে সমাদর ও স্বীকৃতি পেয়েছে। গবেষনা ও সাহিত্য কীর্তির জন্য তিনি দেশ বিদেশ থেকে নানা সম্মান ও স্বীকৃতি লাভ করেছেন। ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ লালন মেলা সমিতি তাকে লালন পুরস্কার প্রদান করে। তার রচিত গ্রন্থ সমূহ – স্বদেশ আমার বাংলা কাব্য ১৯৭১ কলকাতা থেকে প্রকাশিত, সংক্ষিপ্ত কুষ্টিয়া পরিচিতি [পুস্তিকা ১৯৭২], লালন স্মারকগ্রন্থ [সম্পাদনা ১৯৭৪], কুষ্টিয়ার বাউল সাধক [১৯৭৪], মীর মোশাররফ হোসেনের সংগীত লহরী [সম্পাদনা ১৯৭৫], নীলকন্ঠ জীবন তুমি [কাব্য ১৯৭৫]।

ডঃ আবুল আহসান চৌধুরী বাংলা একাডেমী, বাংলা ইতিহাস পরিষদ, বাংলাদেশ ফোকলোর সোসাইটি ও বাংলাদেশ ফোকলোর পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ডঃ আবুল আহসান চৌধুরী বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। এর আগে বাংলা বিভাগের সভাপতি এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ছিলেন।

প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামেরও তিনি নির্বাচিত সভাপতি ছিলেন। ডঃ আবুল আহসান চৌধুরী কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর অদ্যাবধি নির্বাচিত সম্পাদক।

সাহিত্যকর্ম, গবেষনা গ্রন্থঃ

নামপ্রকাশকপ্রকাশকাল
কুষ্টিয়ার বাউল সাধক গনলোক প্রকাশনী, কুষ্টিয়া জানুয়ারী ১৯৭৪
কাঙাল হরিনাথ মজুমদার বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৮৮
জগদীশ গুপ্ত বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৮৮
ভাষা-আন্দোলনের দলিল বাংলাদেশ ভাষা সমিতি, ঢাকা ফেব্রুয়ারী ১৯৮৮
মুন্সী শেখ জিমিরুদ্দিন বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৮৯
ভাই গিরিশ্চন্দ্র সেন বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৮৯
লালন শাহ বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯০
জলধর সেন বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯০
মোহাম্মদ দাদ আলী বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯২
নেয়ামাল বাসির বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯৩
মীর মোশাররফ হোসেন বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯৩
মনের মানুষের সন্ধানে শিল্পতরু প্রকাশনী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯৩
পাগলা কানাই বাংলা একাডেমী, ঢাকা জুন ১৯৯৫
সমাজ, সমকাল ও লালন শাঁই সূচনা, কলকাতা ১৯৯৬
লোকসংস্কৃতি – বিবেচনা ও অন্যান্য প্রসঙ্গ বাংলা একাডেমী, ঢাকা জুন ১৯৯৭
মীর মোশাররফ হোসেন – সাহিত্যকর্ম ও সমাজ চিন্তা বাংলা একাডেমী, ঢাকা আগষ্ট ১৯৯৬
সাহিত্যের রুপকার – পূনর্বিচারের অবলোকন বাংলা একাডেমী, ঢাকা জুন ১৯৯৯
আব্দুল হামিদ খান ইউসুফজয়ী বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ২০০১
আব্বাসউদ্দিন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, কলকাতা জানুয়ারী ২০০২
সৈয়দ আব্দুর রব বাংলা একাডেমী, ঢাকা জুন ২০০২

কবিতা ও অন্যান্য গ্রন্থঃ

নামপ্রকাশকপ্রকাশকাল
লালন স্মারকগ্রন্থ বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা মার্চ ১৯৭৪
মীর মোশাররফ হোসেনের ‘সঙ্গীত লহরী’ গণলোক প্রকাশনী, কুষ্টিয়া ফেব্রুয়ারী ১৯৭৬
কুষ্টিয়ার ইতিহাস - ঐতিহ্য কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কুষ্টিয়া সেপ্টেম্বর ১৯৭৮
মীর মোশাররফ হোসেনের ‘টালা অভিনয়’ গণলোক প্রকাশনী, কুষ্টিয়া ফেব্রুয়ারী ১৯৭৯
মীর মোশাররফ হোসেনের মুসলমানের বাঙ্গলা শিক্ষা গণলোক প্রকাশনী, কুষ্টিয়া ১৯৮১
আজিজুন্নেসা খাতুনের ‘হার্মিট বা উদাসীন’ গণলোক প্রকাশনী, কুষ্টিয়া ডিসেম্বর ১৯৮৪
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী প্লাটিনাম জুবিলী স্নারকগ্রন্থ কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী, কুষ্টিয়া ডিসেম্বর ১৯৮৫
মুহম্মদ মনসুর উদ্দীন স্মারক গ্রন্থ আমিনুল ইসলাম, ঢাকা সেপ্টেম্বর ১৯৮৯
রবীন্দ্রনাথ ও শিলাইদহ বাংলা একাডেমী, ঢাকা বৈশাখ ১৩৮৭
কাজী মোতাহার হোসেন রচনাবলী ৪র্থ খন্ড বাংলা একাডেমী, ঢাকা জুন ১৯৯২
মহিন শাহের পদাবলী বাংলা একাডেমী, ঢাকা জুন ১৯৯৩
কাজী আব্দুল ওদুদের পত্রাবলী বাংলা একাডেমী, ঢাকা ফেব্রুয়ারী ১৯৯৯
আব্দুল করিম সাহিত্য বিশারদ রচনাবলী ১ম খন্ড বাংলা একাডেমী, ঢাকা এপ্রিল ১৯৯৭
কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মারকগ্রন্থ বাংলা একাডেমী, ঢাকা জানুয়ারী ১৯৯৮
প্রসঙ্গ হাসান রাজা বাংলা একাডেমী, ঢাকা জানুয়ারী ১৯৯৮
মীর মোশাররফ হোসেন নাট্যসমগ্র বাংলা একাডেমী, ঢাকা জুন ১৯৯৯
রবীন্দ্রনাথের অপ্রকাশিত পত্রাবলি পাঠক সমাবেশ, ঢাকা ফেব্রুয়ারী ২০০০
৪১ বিস্মৃত সুরশিল্পীকে, মল্লিক, অপ্রকাশিত আত্মকথা বাংলাদেশ গাতীয় জাদুঘর, ঢাকা অক্টোবর ২০০১
৪২ হাছন রাজা সমগ্র। অন্যতম সম্পাদক পাঠক সমাবেশ, ঢাকা ডিসেম্বর ২০০০
তিরিশের কবিদের অপ্রকাশিত পত্রাবলী পাঠক সমাবেশ, ঢাকা -
লালন সমগ্র পাঠক সমাবেশ, ঢাকা ফেব্রুয়ারী ২০০৮

কবিতা ও অন্যান্য গ্রন্থঃ

নামপ্রকাশকপ্রকাশকাল
স্বদেশ আমার বাংলা, কাব্য কবিকন্ঠ প্রকাশনী, কলকাতা ডিসেম্বর ১৯৭১
নীলকন্ঠ জীবন তুমি, কাব্য জাগরনী প্রকাশন, কুষ্টিয়া সেপ্টেম্বর ১৯৭৫
সংক্ষিপ্ত কুষ্টিয়া পরিচিতি, ইতিহাস গণলোক প্রকাশনী, কুষ্টিয়া ১৯৭২
সংক্ষিপ্ত কুষ্টিয়া পরিচিতি, ইতিহাস কুষ্টিয়া জেলা পরিষদ, কুষ্টিয়া ২য় সংস্করন ১৯৭৯

গবেষনা – প্রবন্ধঃ

নামপ্রকাশকপ্রকাশকাল
স্নজরুলের বিদ্রোহী – একটি অজ্ঞাত প্রতিক্রিয়া। নজরুল একাডেমী পত্রিকা বসন্ত ১৩৯৫
বাংলাদেশের গবেষনা পত্রিকা, একুশের প্রবন্ধ, ১৯৯০ বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৩৯৫
লালন শাহ – মৃত্যু শতবর্ষের আলোকে। একুশের প্রবন্ধ, ১৯৮৯ বাংলা একাডেমী, ঢাকা বৈশাখ ১৩৯৭
সামাজিক প্রতিক্রিয়া – লালন বিরোধী আন্দোলন লোকসংস্কৃতি গবেষনা কার্তিক-পৌষ ১৩৯৭
রবীন্দ্রনাথ ও শিলাদহের বাউল সম্প্রদায় লোকসংস্কৃতি গবেষনা বৈশাখ-আষাঢ় ১৩৯৮
বাংলাদেশের ফোকলোর চর্চা। একুশের প্রবন্ধ ১৯৯৩ বাংলা একাডেমী, ঢাকা আষাঢ় ১৪০০
বাংলাদেশের মেলা। বাংলা একাডেমী ফোকলোর সংকলোন - ৬৫ বাংলা একাডেমী, ঢাকা আষাঢ় ১৪০১
সমাজ সমকাল ও মীর মোশাররফ হোসেন। একুশের স্মারকগ্রন্থ ১৯৯৫ বাংলা একাডেমী, ঢাকা আষাঢ় ১৪০২
আব্দুল করিম সাহিত্য বিশারদ, মুল্যায়নের ভূমিকা সাহিত্যিকী, ঢাকা চৈত্র ১৪০২
ডঃ আবুল আহসান চৌধুরী - কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, গবেষক, শিক্ষাবিদ
Add comment

কুষ্টিয়া সম্পর্কিত তথ্য

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন