প্রথমে পড়িনু আমি তকবির আল্লার
প্রথমে পড়িনু আমি তকবির আল্লার।
দরুদ পড়িব নবী রাছুল আল্লার।।
করিম কাদের আল্লা গাফুর গাফফর।
আপনি দরুদ ভেজে রাছুলের পর।।
আল্লাহুম্মা সাল্লেআলা ছৈয়েদে মহাম্মদ।
অলা আলে মহাম্মদ নাহি তাঁর হদ।।
বারেক যে আছাল্লেম আর সল্লিআলা।
এহি বাণী লিখিলেন মালেকুল মৌলা।।
জমিওল আম্বিয়া অল মোরছালিন।
ওয়ালাল মালায়কাত মোকাররাবিন।।
ওয়ালা এবাদুল্লা আর হেচ্ছালেহিন।
বে-রাহামাতেকা এয়ার্হামার্রা হেমীন।
তারিপ করিল যে রাব্বিল-আলামিন।
সে তারিপ করিতে কি পারে দীনহীন।।
আওল আখেরে আর বাতুন জাহেরে।
নবীর যে ভেদ ভাই কে বলিতে পারে।।
দয়ার সাগর তিনি ছারে-জাহানেতে।
উম্মাত হইলে তাঁর পারিবে তরিতে।।
দরুদ সালাম মেরা জোনাবে তাহার।
আর সালাম করি আছাহাব সবার।।
পাঞ্জাতন তরে করি সালাম হাজার।
মেহের করিলে পাব দিদার আল্লার।।
হাজার ছালাম করি ছারে আম্বিয়ার।
যাঁহাদের তরে দোস্ত কহে পরয়ার।।
খাস অলী ছিলেন বোয়ালী কালেন্দার।
বড়পীর হইল যে অলীর ছরদার।।
অলীর তারিপ যেই দরবেশে জানে।
মানে বা না মানে বান্দা, আল্লা তারে চেনে।।