পড়েছি এবার আমি ঘোর সাগরে
পার করো দয়াল আমায় কেশ ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে।।ছয়জনা মন্ত্রী সদাই
অশেষ কুকান্ড বাঁধায়।
ডুবালো ঘাট অঘাটায় আজ আমারে।।এ ভবকূপেতে আমি
ডুবে হলাম পাতালগামী।
অপারের কাণ্ডারি তুমি লও কিনারে।।আমি বা কার কে বা আমার
বুঝে ও বুঝলাম না এবার।
অসার কে ভাবিয়ে সার পরলাম ফেরে।।হারিয়ে সকল উপায়
শেষ কালে তোর দিলাম দোহাই।
লালন কয়, দয়াল নাম সাঁই জানবো তোরে।।
শিল্পীঃ- মামুন নদীয়া