ও দুখ বলতে গেলে না যায় বলা মন তলায় জল মানে না
ও দয়াল গুরু গো
মনের দুখ আর বলা গেলো না
ও দুখ বলতে গেলে না যায় বলা
মন তলায় জল মানে না
বলা গেলো না।।
দশেইন্দ্রয় ঋপু ছয় জনা
ছয়জনা ছয় মতে চলে গুরু নিষেধ মানে না।।
তাঁরা সদাই চলে কুপথে মন।।
সুপথে আর চলে না
বলা গেলো না।
ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না।।
এক ঘরেতে বসত করি মন
আপনারে পর ভাবিয়া কাটাইলাম জনম।।
এসে এই বিদেশে পরবাসে আপনারে চিনলাম না
বলা গেলো না।
ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না।
এখন আমি কার ছায়ায় দাঁড়ায়
তুমি বিনে ও গুরু গো আর তো কেহ নাই।।
এসে দয়া করে মন মহন কে।।
দাও যদি চরণ খানা
বলা গেলো না।
ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না।।
ও দুখ বলতে গেলে না যায় বলা
মন তলায় জল মানে না
বলা গেলো না।
শিল্পীঃ- মামুন নদীয়া