অচিন দলে কলমের চারায়
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায়
পঞ্চ রঙ্গের কোন ঘরে।।
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।
ওই ফুলের হইলে দরশন
অন্ধ পাইরে দিব্য নয়ন।।
ঘুচে যায় তাঁর জন্ম মরন
জ্ঞান অভাব তাঁর যায় গো দূরে
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।
ওই ফুলের ওই পাঁচ গুনি ফল
তাঁতে আল্লাহ্র রুপ অবিকল।।
ফল খেয়ে হয় বুদ্ধি গো বল
ফল খেলে হয় বুদ্ধি গো বল
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।
রহমান সেই ফলের আশায়
বসে রইল বৃক্ষ তলায়।।
ফল পড়ে আকাশে ধাঁয়।।
অঙ্কুর করে শুন্য ঘরে
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।
অচিন দলে কলমের চারায়
পঞ্চ রঙ্গের কোন ঘরে।
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।।
কথা এবং সুরঃ- মামুন নদীয়া (Mamun Noida):