তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার
বাজার মেলায়ে তুমি বসে দোকানদার
তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার।।দুই দিনেরই মাতাব্বরি
তাইতে এতো টাকাবাড়ি
(করছো) রকম রকম কলমা জারি
শেষে একাকার।।যাওয়া আসা একই দশা
একই নিয়ম হিসেব কষা
(হবে) শেষকালে সব কলাফাঁসা
একই রূপান্তর।।একদিনে কেউ দুই দেখোনা
সেই দিনে কেউ কূল পাবানা
(ঐ চাঁদ)কেউ দেখে কেউ দেখতে পায়না
কাঙাল মকছেদ সঙ্গী তাঁর।।চুলকিয়ে বারন করা সব
মরণ সমাচার।।
শিল্পীঃ- টুনটুন শাহ্ ফকীর