জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা
শোন বলিরে ও মন চাষা
নিজেই হলি বুদ্ধিনাশা
জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা।।ও তুই ধান না বুনে বুনলি চিনে
বছর ভরে খাবি কিনে
ওরে মন চাষা।।তা থুয়ে ছয় বলদে
হাল যদি আড়ি ফান্দে।।মহা ফেরে পইরে কান্দে
মাঝে সেই জমিনের বাদশা।ও তোর ষোল পোয়া জমিন খানি
আড়ে দিঘি নাই বেশি কমি
ওরে মন চাষা।।মাঝখানে এক বরজ আছে
তাঁর কোম্পানি মহারাণী।
পাগল কানাই কাচি বাহাল
দিচ্ছে জ্ঞান পেরেকের বেড়া।
শিল্পীঃ- দিল আফরোজ রেবা