আমার মুর্শিদ পরশমনি গো
আমার মুর্শিদ পরশমনি গো
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।
মুর্শিদ রতন অমূল্য ধন
জীবন থাকতে চিনলাম না
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।
মুর্শিদ চরণ যে করছে সাধন
বিনা দুধে দই পাতিয়া তুলিয়াছে মাখন
সেই যে মাখন করো ভক্ষণ
ভবক্ষুধা থাকবে না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।
মুর্শিদ নামে গলে পরে হার
কুলকলঙ্ক লাজলজ্জা কি করিবো তোমার
এগো মুর্শিদ মুর্শিদ মুর্শিদ বইলে
সদায় করো কল্পনা
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।
হৃদকমলে যখন ফুটবে ফুল
মন মনুরা জ্ঞান চোরা তোর হইবেরে আকুল
এগো দেখলে ছবি পাগল হবি
কারো মানা শুনবে না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।
মুর্শিদ নামে ছাড়বে নিশ্বাস
মনারবছে হাওয়া নিকলে কেবলও বাতাস
এগো নিশ্বাসে বিশ্বাস করিয়া
ধ্যানে নামটি জপ না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।
কালা শাহ কয় ওরে মন পাগল
সরলে গরল মিশাইয়া হারাইলে সকল
এগো সরল দেশে ডুবিয়া থাকো
গরলের লাগ পাবে না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।
কথাঃ- কালা শাহ্
শিল্পীঃ- ফকির শাহাবুদ্দীন