আমায় অকূলে ভাসাইয়া গেলিরে
আমায় অকূলে ভাসাইয়া গেলিরে
ওরে আমার শ্যামল বংশিধারী।
আমি মন হারাইয়া বৃন্দাবনে
আমি মন খুঁজিয়া মরি।।
মনের আগুন দেখা যায়না
দাউ দাউ কইরা জ্বলে।
তোমার কথা মনে হইলে
আসি নদীর কূলে।
শ্যাম হারাইয়া এ গোকুলে
আমি মধ্য পথে ঘুরি।।
চাওয়া পাওয়া সব ফুরাবে সমাধির তলে
হয়ত পুড়ে ছাই করিবে, নয় ভাসাবে জ্বলে।
মাতাল রাজ্জাকরে লইও কোলে
তোমার বাজাইয়া বাশরী।।
কথাঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান
শিল্পীঃ- শারমিন