শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।
অনন্ত কুঠরি থরে থর
চারদিকে আয়না-মহল তার
হাওয়ার পথ নাই, রূপ দেখা যায় মণি-মাণিক্যের ছটা।।যেদিন যাবে রসিক চাঁদ সরে
হাওয়ার প্রবেশ হবে সেই ঘরে
নিভাইলে রসের বাতি ভেসে যাবে সব ঘটা।।দেখিতে বাসনা যার হয়
দিল-দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে, কল ছুটিলে কার আর দেখবি কেটা।।
শিল্পীঃ- প্রমিলা বিশ্বাস