বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

কত আশা ছিল
কত আশা ছিল

আগে না জানিয়া পিছে না ভাবিয়া

আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।

জীবনও ভরিয়া কাঁদিতে হইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল,
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।

বন্ধুরে যৌবনও সময়ে কত সহ্য করে
পরের ঘরেতে আমার দিন যে গেল।।

আসিবে বলে আমায় আশাতে রাখিলে।।

নিরাশা করিলে হইতো ভাল
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল,
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।

বন্ধুরে, গেল দিনওমনি আসিলো রজনী
তব আগমনি কতই বাজিলো।।

কত যে বসন্ত গেল নাহি অন্ত।।

প্রাণকান্ত আমার বিদেশে রইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল।

আগে না জানিয়া পিছে না ভাবিয়া
জনমও ভরে আমায় কাঁদিতে হইলো
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।।

বন্ধুরে, (কবি) জালাল উদ্দিন বলে মরণের কালে
দিও হাতে তুলে পথেরও আলো।।

আবার, মুখপানে চাহিও হাসিয়া কহিও।।

হৃদয়ে বসিও কথা ফুরাইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।

আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।

জনমও ভরিয়া আমার কাঁদিতে হইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার এবং শিশু শিল্পী শফিকুল ইসলাম

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন