সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী
সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী।।
ব্রহ্মা বিষ্ণু আর নারায়ণে
মরল মাগীর বোঝা টেনে
তাই না বুঝে আম-জনে
বাঁধাল ঠগঠগি।।
মাগীর দায় নন্দের বেটা
হয়ে গেল নটা-পটা
মাগীর দায় মুড়িয়ে মাথা
হালছে বেহাল যোগী।।
ভোলা মহেশ্বর মাগীর দাসী
মাগীর দায় শিব শ্মশানবাসী
সিরাজ সাঁই কয় লালন কৃষি
তোর একটা পদবি।।
শিল্পীঃ- মকছেদ আলী