সে গুণ আমার নাই গো সে গুণ আমার নাই
যে গুণে বন্ধুরে পাবো
সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই
প্রাণপাখি মনের আনন্দে,
ঠেকেছে পীড়িতের ফান্দে
তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো?
যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই
যে গুণে আনন্দ বাড়ে, আদর করে রাখে ধারে
গুণ নাই আমার, করজোড়ে চরণ ছায়া চাই গো
সে গুণ আমার নাই
হইতাম যদি গুণে গুণী, পাইতাম গো সেই পরশমণি
এ করিমের দিন-রজনী আর ভাবনা নাই গো
যে গুণে বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই
যে গুণে বন্ধুরে পাবো
রচনাঃ বাউল শাহ্ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার