লালন সঙ্গীত
লালনের গান সঙ্গীত জগতে এক অভিনব সৃষ্টি। তাঁর গানের সুরের মধ্যে একটা বৈচিত্র রয়েছে। তাঁর গান ভাব প্রধান হলেও সুর ও তালের মিলনে এই গান সত্যিই অপূর্ব। তার গানে রয়েছে ভক্তি রসের আবেশ। রয়েছে বিহ্বলতা। এই বিহ্বলতা শুধু গায়ক নয়, শ্রোতার মনেও শিহরণ তোলে। গায়ক যখন তন্ময় হয়ে গান গায়, শ্রোতা তখন বিহ্বল হয়ে শোনে। তাঁর গানে বাংলার সোঁদা মাটির গন্ধ রয়েছে। মানুষের মনের সুর ব্যাক্ত হয়েছে। তার গান তাই মানুষকে অভিভূত করে, মানুষের হৃদয়কে বিগলিত করে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 4476
তুমি কার কাঁদায় কাঁদো মিছে
মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।।Read more …Add new comment
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5511
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
চলো যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 10595
সাদা সোহাগিনী সাঁই
সাদা সোহাগিনী সাঁই
তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
কে বুঝিবে তাই।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 4474
আমি পড়ে আছি অকূলে
আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে
কত অধম পাপী তাপী অবহেলে তরালে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 4759
আমার অপরাধ মার্জনা কর প্রভু
বিকলে পড়লে বড় কাবু
আমার অপরাধ মার্জনা কর প্রভু
এমনি মতি ভ্রম জন্মজন্মান্তরে
তোমারি এ সংসারে, হয় না যেন কভু ।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 7448
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়।
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5209
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 4830
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
খুঁজলে নে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 8103
তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো
এলাহি আলামিন গো আল্লাহ
বাদশা আলমপানা তুমি।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 8372
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে ।
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5778
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5415
ভবে কেউ হবেনা সাথের সাথী
আল্লাহ্ বলো মনরে পাখি
ভবে কেউ হবেনা সাথের সাথী।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 6531
হাপুর-হুপুর ডুব পাড়িলি
গেড়ে গাঙের ও ক্ষেপা
হাপুর-হুপুর ডুব পাড়িলি।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5016
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন।
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5255
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5316
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
আপন মনে যাহার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 4425
বলাই দাদার দয়া নাই প্রাণে
বলাই দাদার দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন সঙ্গীত
- Hits: 5988
সদাই তাঁরা আছেন জুড়ে
শব্দের ঘরে নিঃশব্দ করে
সদাই তাঁরা আছেন জুড়ে ।।