দেখ না রে সব হাওয়ার খেলা
মন আমার কিছার গৌরব করছো ভবে।
দেখ না রে সব হাওয়ার খেলা,
হাওয়া বন্ধ হতে দেরি কি হবে।।
থাকতে ঘরে হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে।।
বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে।।
ভবে আসার আগে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে।।