অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা
আপন ঘরের খবর নে না
অনায়াসে দেখতে পাবি
কোনখানে কার বারামখানা।।
কমল কোঠা কারে বলি
কোন সময় (তাঁর উপর) পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
অশ্য জ্ঞান যার সক্ষ মক্ষ্য
(সুক্ষ জ্ঞান যার ঐক্য মুখ্য)
সাধকের উপলক্ষ
অপরূপ তাঁর বৃক্ষ
দেখলে জীবের জ্ঞান থাকে না।।
শুষ্ক নদীর সুখ-সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয় কীর্তিকর্মার
কি কারখানা।।
শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):