না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা
না জেনে আজাজিল সে রূপ
কী রূপ আদম গঠলেন সেথা।।
আনিয়ে জেদ্দার মাটি ।
গঠলেন বোরখা পরিপাটি,
মিথ্যা নয় সে কথা খাঁটি;
কোন চিজে তার গঠলেন আত্মা।।
সেই যে আদমের ধড়ে।
অনন্ত কুঠরী গড়ে,
মাঝখানে হাতনে কল জুড়ে,
কীর্তিকর্মা বসলেন সেথা।।
আদমি হলে আদম চেনে,
ঠিক নামায় সে দেল কোরানে,
লালন কয় সিরাজ সাঁইর গুণে,
আদম অধর ধরার সুতা।।
শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen) :