ভুলনা বৈদিক ভুলেতে
ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
ভুলনা বৈদিক ভুলেতে।।উপর বাড়ী সদরওয়ালা
স্বরূপ রূপে হচ্ছে খেলা
স্বরূপ গুরুর স্বরূপ চেলা
কে আছে আর জগতে।।গুরু রূপ যার ধ্যায়ানে রয়
শমন বলে তাঁর কিসের ভয়
নেচে গেয়ে ভব পারে যাই
গুরুর চরণ ত্বরিতে।।সামনে তরঙ্গ ভারী
গুরু বীণে নাই কাণ্ডারি
লালন ভাসাও তরী
যা করেন সাঁই কৃপাতে।।
শিল্পীঃ- করবী