কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না
মায়া শশী বিষের হাঁসি আর হেসো না।
ফুল সেজে কাছে এসে ভালবেসো না
ফাল্গুনে মনো নিয়ে একি ছলনা
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না।
খাঁজই লতি অভিনয় মান করিলি
সারা জনম বিষ দাঁতে ফনা বিধালি।।
নিজের বুদ্ধি করে গেলি
আমায় চিনলি না।।
একি ছলনা।
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না।।
আত্ম সুখে কামদেয় সে ব্যভিচারিনী
পুড়িতে পাপী ঝরা তাও আমি জানি।।
রঙ ঢং সং সেজে আমায় ভুলাইলি
কানা বক আর মাছের লোভে
ফান্দে ফেলালি।।
দয়া মায়া নাই তোর মনে
ওরে মেরিনা।।
একি ছলনা।
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না।।
মায়া শশী বিষের হাঁসি আর হেসো না।
ফুল সেজে কাছে এসে ভালবেসো না
ফাল্গুনে মনো নিয়ে একি ছলনা।
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না।
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না।
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না।
শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):