মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা
নিগম বিচারে সত্য গেলো যে জানা
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে।
যাহার ভার দ্বীন দোনে দিলেন রব্বানা।।পুরুষ পরওয়ারদিগার
অঙ্গে আছে প্রকৃতি তার।
প্রকৃতি, প্রকৃতি সংসার সৃষ্টি সবজনা।।ডিম্বর মধ্যে কে বা ছিল
বাহির হইয়া কারে দেখিল।
লালন কয় সে ভেদ যে পেল
ঘুচলো দিনকানা।।
শিল্পীঃ- মামুন নদীয়া