প্রয়োজনে ফোন করুন:
+88 01978 334233

ভাষা পরিবর্তনঃ

Cart empty

বৃহত্তর বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য

 

দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারী
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

তুমি তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি

দ্বার খুলে দাও দয়াল
আমি তোমার দয়ার ভিখারী

তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা

তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

ওগো এলাহি তোমার মতো দরদী নাই গো এলাহি
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই

ওগো এলাহি তোমার মতো দরদী নাই
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই।।

বন্ধু যদি হইতো নদীর জল
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

পিপাসাতে পান করিয়া পুড়া প্রাণ করতাম শীতল

বন্ধু যদি হইতো নদীর জল
আমার, বন্ধু যদি হইতো নদীর জল
পিপাসাতে পান করিয়া
পুড়া প্রাণ করতাম শীতল।।

আমার পাগলা ঘোড়া রে
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

কই মানুষ কই লইয়া যাও

আমার পাগলা ঘোড়া রে
কই মানুষ কই লইয়া যাও।।

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে।।

বাজার মেলায়ে তুমি বসে দোকানদার
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার

বাজার মেলায়ে তুমি বসে দোকানদার
তুমি দোকান তুমি দ্রব্য তুমি খরিদ্দার।।

শোন বলিরে ও মন চাষা
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা

শোন বলিরে ও মন চাষা
নিজেই হলি বুদ্ধিনাশা
জমি আবাদ না করে হইল কি দুঃখ দশা।।

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন।।

কি সুন্দর এক গানের পাখি
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

মন নিয়া সে খেলা করে

কি সুন্দর এক গানের পাখি
মন নিয়া সে খেলা করে।।

যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

মুছায়ে দিও নয়ন বারি

যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
মুছায়ে দিও নয়ন বারি।
জন্ম জন্মান্তরে রেখে দিও দূরে
তুমি কিন্তু মোরে দিওনাকো ছাড়ি।

আমি মহাপাপী, করিবইতো পাপ,
তুমি যতকিছু করে যেও মাফ।
তুমি যে দয়াল,
আমি যে কাঙ্গাল,
হাল ধরে তুমি জমিও পাড়ি।

মনের কোন দুঃখ নেইকো আমার,
তুমি যা করাবে তাই সুবিচার।
তব হাসি মুখ,
তাই মম সুখ,
হাত ধরে তুমি জমিও পাড়ি।

কাঁদিয়া কাঁদিয়া, ফিরিব সন্ধানে,
জানি তুমি আছো হৃদয় গোপনে।
দাও না যে ধরা,
ওগো চিত্তচোরা,
একি তোমার লীলা রূপমাধুরী।

ছলিতে তুমি বড় ভালবাসো,
ভক্তকে কাঁদিয়ে তুমি নিজে হাসো।
অপূর্ব লীলা,
কহে ভবা পাগলা,
বেদনার মাঝে খেলো লুকোচুরি।

কথাঃ- ভবা পাগলা
কণ্ঠেঃ- উমা রানি দাস

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো।।

ফকিরি কি গাছের গোটা
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা

ফকিরি কি গাছের গোটা
ঢেঁকি যদি স্বর্গে যাইত
বারা বানত তবে কেটা।।

পাগল পাগল সবাই পাগল
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

তবে কেন পাগল খোটা

পাগল পাগল সবাই পাগল
তবে কেন পাগল খোটা।।

শিখিয়ে দে তুই আমারে কেমন করে তরে ডাকি
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

এক ডাকে ফুরাইয়া দেরে জনম ভরের ডাকাডাকি

শিখাইয়া দে তুই আমারে
কেমন করে তোরে ডাকি।।

শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

বনবিহঙ্গ প্রসন্ন করিলে

শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
বনবিহঙ্গ প্রসন্ন করিলে।
জলে ফুটেছে কমল হলো সরোবর উজ্জ্বল
নবপল্লব তরুলতা ছায়া সুশীতলে।।

পরমে পরম জানিয়া
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

এসেছি হেথায় তোমারি আজ্ঞায়

এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
আদেশ করিবা মাত্র যাবো চলিয়া

ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

যত খুশি ব্যাথা দাও

(যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো
বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।।

জম্মে যে জন পাপ করে না
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার

জম্মে যে জন পাপ করে না
ভাগি নয় সে করুনার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।

এত ভালো হয় কি মানুষ
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

আমার মন্দ স্বভাব জেনেও তুমি

আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে
এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।।

লোহারে বানাইলা কাঞ্চা সোনা
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

আমার মুর্শিদ পরশমনি গো

আমার মুর্শিদ পরশমনি গো
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।

ঘুম দিয়া কাটালি মনা চিরকাল
(পড়তে সময় লাগবেঃ-: 2 - 3 minutes)

ভোগলা বাজীর ধোকায় পড়ে

ভোগলা বাজীর ধোকায় পড়ে
বেসুরে বাজালি তাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

মসজিদ ঘরে আল্লাহ থাকে না
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

কুলবিল মুমিনিন আরশে আল্লাহ

কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
এইতো আল্লাহর ঠিকানা
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।

আমি পারিনা আর পারিনা
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

আমি কেনো মরিনা

আমি পারিনা আর পারিনা
আমি কেনো মরিনা
আজরাইল কি চিনেনা
আমারে রে।

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা

ঘুমের ঘোরে স্বপ্নে দেখি
প্রাণবন্ধুর আনাগোনা
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা
ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা।।

ভাব তরঙ্গে
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে

মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে
যদি কারো ভাল লাগে রে।।

আমি মন হারাইয়া বৃন্দাবনে
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

আমায় অকূলে ভাসাইয়া গেলিরে

আমায় অকূলে ভাসাইয়া গেলিরে
ওরে আমার শ্যামল বংশিধারী।

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
(পড়তে সময় লাগবেঃ-: 1 minutes)

ওরে আমার বুকের ও উপরে

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
ওরে আমার বুকের ও উপরে
আমি আপন কইয়া, সব দিছি তোমারে
আমার বন্ধুরে।।

ভাবের দেশে চলরে মানুষ
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

দেখবে খোদার মহান ছবি

দেখবে খোদার মহান ছবি
তোমার চর্ম চক্ষের দরজা খুলো
ভাবের দেশে চলরে মানুষ
ধ্যানের দেশে চলো।।

আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

এই দুনিয়া মায়ার জালে বান্ধা

আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা
এই দুনিয়া মায়ার জালে বান্ধা।।

দেখবি বল কারে ?
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে

সকল গোল-মাল মিটে যাবে তারে দেখলে
সু-নজরে দেখবি বল কারে মন তুই দেখবি বল কারে।।

আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

কে দেবে আমারে পথ দেখাইয়ারে

আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো।।

কত আশা ছিল
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

আগে না জানিয়া পিছে না ভাবিয়া

আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।

জীবনও ভরিয়া কাঁদিতে হইলো

পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

আমি কি সুখে জীবন খাটাবো, যাবো বলো কোনখানে

আমি কি সুখে জীবন কাটাবো
যাবো বলো কোনখানে?
পিরিতি জান্নাতের ফল
ধরলো না মোর বাগানে।।

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

মানুষ দিয়া ফুটাইল ফুল

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়া ফুটাইল ফুল।

আমার জনম গেল বিনা সাধনে
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে

আমার জনম গেল বিনা সাধনে
সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে
এখন কি করিতে কি করি হায় রে
আমার দিন গেল মনের ভ্রমে।।
Close
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমাদের শুধু টুইটার রয়েছে।

আমাদের নতুন সদস্য

আমাদের ওয়েব কর্ম

  • Responsive Design

    আমরা প্রতিক্রিয়াশীল ওয়েব ডিজাইন করে থাকি। যা সর্ব নিম্ন ডিভাইজ দেখা যাবে।

  • Fast and Light Weight

    আমরা ফাস্ট এবং হাল্কা ওজনের ওয়েব সাইট করে থাকি

  • Clean and Quality Code

    আমরা পরিস্কার এবং গুনগত কোডিং করে থাকি।

  • User Research

    আমরা ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী বিভিন্ন সি-এম-এস কাজ করে থাকি। প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী।

  • Wireframes and Design

    আমরা আপনার চাহিদা অনুযায়ী ওয়েব ডিজাইন করে থাকি।

  • Development and Testing

    আমারা ওয়েব সাইট তৈরি এবং বাগ ফিক্সিং করে থাকি।

Our Services

Here’s the best part of our impressive services

 
Web Design

আমরা ওয়েব ডিজাইনের কাজ করি। আপনার প্রতিষ্ঠানের ওয়েব ডিজাইন করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Web Devolopment

আমরা ওয়েব সাইট তৈরির কাজ করি। আপনার প্রতিষ্ঠানের ওয়েব সাইট বানাতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

HOSTING AnD DOMAIN

আমরা হোস্টিং এবং ডোমেইন বিক্রয় করি।

Branding

আপনার ব্র্যান্ডই আপনার ব্যাবসা। আমরা আপনার ব্র্যান্ডকে প্রমোট করে থাকি।

আপনার মুল্যবান ওয়েব সাইট করতে আমরা প্রস্তুত

We Help You to Build Your Dream Website

 

  ইমেইল করুন   +৮৮-০১৯৭৮-৩৩৪২৩৩ [সকালঃ ১০টা থেকে বিকালঃ ৫টা]

® সর্ব-সংরক্ষিত কুষ্টিয়াশহর.কম™ 2014-2023

1626363
আজকের ভিজিটরঃ আজকের ভিজিটরঃ 125

প্রতিষ্ঠাতা এবং প্রকাশকঃ- মোঃ সালেক উদ্দিন শেখ

We Bangla

Go to top