বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।

এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?

---- ফকির লালন।

  • লালন স্মরণোৎসব ২০২৪

    • Sub Title: একদিনের দোল পূর্ণিমার লালন স্মরণোৎসব ২০২৪

    ফকির লালন শাঁইজী তাঁর জীবদ্দশায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো লালন একাডেমীর প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব এর আয়োজন করে থাকে কিন্তু প্রবিত্র মাহে রমজানের কারণে এবার সবকিছু শিথিল করেছেন প্রশাসন।

  • মনের হল মতি মন্দ

    তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ

    মনের হল মতি মন্দ
    তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ।।

  • এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন

    কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন

    এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।
    কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন।।

  • ক্ষম ক্ষম অপরাধ

    দাসের পানে একবার চাও হে দয়াময়

    ক্ষম ক্ষম অপরাধ
    দাসের পানে একবার চাও হে দয়াময়।

    বড় সঙ্কটে পড়িয়া দয়াল
    বারে বার ডাকি তোমায়।।

  • চাঁদের গায়ে চাঁদ লেগেছে

    আমরা ভেবে করব কী

    চাঁদের গায়ে চাঁদ লেগেছে
    আমরা ভেবে করব কী
    ঝিয়ের পেটে মায়ের জন্ম
    তাকে তোমরা বলো কী।।

  • কে তাহারে চিনতে পারে

    এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

    ভবে কে তাহারে চিনতে পারে
    এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।

  • আব-হায়াতের নদী কোনখানে

    আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে

    আব-হায়াতের নদী কোনখানে
    আগে জেন্দা পীরের খান্দানে যাও
    দেখিয়ে দিবে সন্ধানে।।

  • রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই

    আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই

    রাত পোহালে পাখি বলে
    দে রে খাই দে রে খাই।
    আমি গুরু কার্য মাথায় রেখে
    কি করি আর কোথায় যাই।।

  • নামাজ আদায় কই হইলো আমার

    নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো

    নিজের মনকে করলাম সোজা
    বিবির মনে গোল রইলো
    নামাজ আদায় কই হইলো আমার।।

  • সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়

    হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়

    সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়।
    হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়।।

  • আজ রোগ বাড়ালি কুপথ্য করে

    ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে

    আজ রোগ বাড়ালি কুপথ্য করে।
    ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে।।

  • মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই

    কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই

    মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই।
    কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই।।

  • যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে

    ঘুচেছে তার মনের আঁধার

    যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
    ঘুচেছে তার মনের আঁধার
    সে যে দিন ছাড়া নিরিখ বেঁধেছে।।

  • যে জন দেখেছে অটল রূপের বিহার

    মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার

    যে জন দেখেছে অটল রূপের বিহার।
    মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার।।

  • যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়

    আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়

    যেতে সাধ হয়রে কাশী
    কর্ম ফাঁসি বাঁধলো গলায়।
    আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।।

  • এই মানুষে সেই মানুষ আছে

    কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে

    এই মানুষে সেই মানুষ আছে।
    কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে॥

  • ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে

    ভুলনা বৈদিক ভুলেতে

    ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
    ভুলনা বৈদিক ভুলেতে।।

  • একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়

    ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়

    একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়।
    ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়।।

  • মনে রে বুঝাবো কত

    যে পথে মরণ ফাঁসি

    মনে রে বুঝাবো কত।

    যে পথে মরণ ফাঁসী
    সেই পথে মন সদায় রত।।

  • কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

    শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা

    কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।

    শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন