চলরে মন সাধু বাজারে
চলরে মন সাধু বাজারে
সাধু সঙ্গ করলে পাব অমূল্য বন্ধুরে।।
হেলায় জনম গেল,
গুণাদিন ফুরাইল,
- মন রে।
বেলা তো ডুবিয়া এল রলি ভবঘোরে।।
সাধু সবে আশকদার,
গুরুপদে মতি তার,
-মন রে।
সাধু কৃপা হলে গুরু সদয় হবে মোরে।।
চেনরে মুরশিদ ধন,
দিন গেল অকারণ,
-মন রে।
গুরু বিনা নিদান কালে কে সুধাবে তোরে।।
অধীন পাঞ্জু কেঁদে কয়,
দিন গেল হায় হায়,
- মন রে।
গুরু পদে মতি আমার কবে হবে হায় রে।।