দুঃখে অনলে পুড়ে হয়েছি ভবহারা পথিক
আমি এক পতিতার প্রেমিক
দুঃখে অনলে পুড়ে হয়েছি ভবহারা পথিক।।
শত নাগরের মিটলো আশা
আমার জীবনের প্রথম ভালোবাসা।।
না বুঝে আমার ঘটলো এ দশা
আপন পাথরে ভাংলো এ বুক।
আমি এক পতিতার প্রেমিক।।
“প্রিয়া বলে আমি জেনেছি যারে
ক্ষনিকের নাগর ভেবেছে মোরে
রুপে তাঁর জাদু আছে আগে বুঝি নাই
কত ভাবি ভুলে যাবো ভুলা হল না।”
আঁধার ঘুচিয়ে বালু চরে
বঁধু সাজিয়ে এনে ছিলাম ঘরে।
তবু গেলো না তাঁর মনের কালো
ব্যভিচারিণী হল না ভালো।
পতিতার প্রেমে এতো বেদনা
শত জনমে ভুল মোর হবে না।।
মানব জনমের সকল সাধনা
বিফল করে দিল পাষাণী কামী।
আমি এক পতিতার প্রেমিক।।
দুঃখে অনলে পুড়ে হয়েছি ভবহারা পথিক ।।
কথা এবং সুরঃ- মামুন নদীয়া (Mamun Nodia) :