নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই
ওগো এলাহি তোমার মতো দরদী নাই
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই।।এলাহি মাতাপিতার রমন ফলে
মাতৃগর্ভে পাঠাইলে
জরায়ুতে দিয়েছিলে ঠাঁই
মাতাপিতা টের পাইল না
তোমার আজব ঘটনা
আলিমুল গায়েবে আল্লা সাঁই।।এলাহি কি সুন্দর দেহ বানাইয়া
এই ভবে দিলা পাঠাইয়া
তাইতো ভবে করিতেছি বড়াই
মরণ কথা স্মরণ হয় না
চিরদিন কেউ থাকে না
জানি না কবে মরে যাই।।এলাহি যেদিন আসবে কাল সমন
কেউ পারবে না করতে বারণ
মানে না সরকারের দোহাই
তোমার এসব রঙ তামাশা
বোঝে না পাগল দুর্বিন শাহ
চরণ আশে তোমার গান গাই।।
শিল্পীঃ- আলামিন