তবে কেন পাগল খোটা
পাগল পাগল সবাই পাগল
তবে কেন পাগল খোটা।।দিল দরিয়ায় ডুব দিয়া দেখ
পাগল বিনে ভালো কেডা।।কেহ ধনে কেহ মনে
কেউবা পাগল ভাবের টানে।।কেউবা পাগল ঘরের কোনে
ভেবে বলে এইটা ওইটা।।কেহ রূপে কেহ রসে
কেউবা পাগল ভালোবেসে।।কেউবা পাগল কেঁদে হেসে
ঐ পাগলামির ঘনঘটা।।ভেবে মনে এইডা ওইডা
পাগল বিনে ভালো কেডা।।তন্ত্র মন্ত্র নাহি মানে তারা
লাগায় শুধু প্রেমের লেঠা।।সবাই বলে পাগল পাগল
পাগলামী কি গাছেরি ফল।।তুচ্ছ করি আসল নকল
সমান সকল তিতা মিঠা।।যার হয়েছে আসল পাগল
পাবিনে আর নকল সাধন।।কলের ব্যাকল ঘুরছে কেবল
কেঁদে যথা দিয়ে ফোঁটা।।ধরতে গিয়ে ওই সে পাগল
মনমোহনের গেছে সকল।।বাকি আছে গাছের বাকল
ছেলের হাতে খেতে গিটার।।তবু যদি বাক্য ফলে
দয়া করে ঐ পাগলে।।আর কি নিতে পাবি কালে
নইলে কেবল মাথা খোটা।।