বনবিহঙ্গ প্রসন্ন করিলে
শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
বনবিহঙ্গ প্রসন্ন করিলে।
জলে ফুটেছে কমল হলো সরোবর উজ্জ্বল
নবপল্লব তরুলতা ছায়া সুশীতলে।।নব নিত্য ফুলে ভরিল ডালা
কুড়াইয়া কেহ গাঁথিয়া মালা
তাই হয়েছে উজালা, মুখে যায় না বলা
যেমন তারার মালা চাঁদের গলে।।অহৈতুকিং স্বর্গ, শাস্ত্রে শোনা যায়
সাধুসঙ্গে তার সত্য প্রমাণ হয়
ভক্তিবলে তাই যে জন ধিরায়
হয়েছে উদয় নয়ন সলিলে।।সচ্চিদানন্দ রূপে হল আবির্ভাব
শুদ্ধ ভাবে ভেবে ভক্তের হল লাভ
বকশর নাই সে ভাব হইল বৈভব
সুভাবের ভাব দরবেশ শুকচাঁদ সাঁই বলে।।
কথাঃ- খোদা বকস শাহ্ শিল্পীঃ- আজমল শাহ্