বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে

মানুষ দিয়া ফুটাইল ফুল

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়া ফুটাইল ফুল।
আদমকে নিষেধ করে গন্দম খেওনা,
গন্দমকে হুকুম দিল পিছু ছেড়না ।
বুঝিতে আজ তাঁর বাহানা
সংসারে এই গন্ডগোল ।।

যে গন্দম খেয়ে আদম হইল গোনাগার,
আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার।
হজরত আদম হাওয়া সেই গন্দম
এই হলো সেই কথার মূল ।।

হাওয়া গন্দম ছিঁড়ে যখন বেহেস্তেখানায়,
তিন ফোঁটা খুনজারি তখন হইয়া যায়।
এক ফোঁটা দিয়া মানুষ গড়িয়া
ভরেছেন সাঁই দুনিয়ার কূল।।

গন্দমের আঁঠা দিয়া বানাইয়া লালে কালি,
ছাপাখানার ঘরে কোরান দিতেছে তালি।
আসল কথা যদি বলি
মুন্সী মোল্লায় বলবে বাতুল।।

গন্দমের বাহানা করে পাঠায় সংসারে,
মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে।
কুরআন ছাপায় কোরআন ধরে
লাগছে বিষম হলস্থল।।

জালাল ভাবতে ভাবতে হয়ে পেরেশান,
গন্দম গাছের তলে গেল পাইয়া ময়দান।
গিয়া সেথায় পরিয়া ঘুমায়,
নেশার ঝোঁকে ভাঙেনা ভুল ।।

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে ।
মানুষ দিয়া ফুটাইল ফুল ।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন