তাঁরে চিনতে হয়
এক অজান মানুষ ফিরসে দেশে
তাঁরে চিনতে হয়
তাঁরে চিনতে হয়, তাঁরে মানতে হয়।।
শরীয়তের বেনা যাতে
জানে না তা শরিয়তে
জানা যাবে মারফতে
যদি মনের বিকার যায়।।
মূল ছাড়া এক আজগুবী ফুল
ফুটেছে ভাব নদীর কুল
চিরদিন এক রসিক বুলবুল
সেই ফুলেতে মধু খায়।।
শুনেছি সেই মানুষের খবর
আলেফের জের মীমের জবর
লালন বলে হসনে ফাঁপর
মুশিদ ভজলে পাওয়া যায়।।
শিল্পীঃ- গোলাম ফকির