বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

বারে বারে আর আসা হবে না
বারে বারে আর আসা হবে না

তুমি ভেবেছো কি মনে

তুমি ভেবেছো কি মনে
এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে,
কেহ জানেনা ?

এমন মানব জনম আর পাবেনা
বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়
চিত্র গুপ্ত লিখিয়া ভরিলে খাতায়।

তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাঁর কাছে ফাকি-জুকি কিছুই চলেনা।

বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা বদনে কর নাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে কিযে সর্বনাশ।

জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ
মানুষের কূলে কালী আর দিওনা।

বারে বারে আর আসা হবে না।।

সাবধানে চলো মন হও হুশিয়ার
তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার।।

মানুষ দেবতা হয়, হয় অবতার
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখোনা।।

বারে বারে আর আসা হবে না।।

কথাঃ- ভবা পাগল, শিল্পীঃ- কার্তিক দাস বাউল

Add comment

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন