আমি তোমায় চাই রে বন্ধু
দরদিয়া রে, বন্ধু,
দরদিয়া রে..
আমি তোমায় চাই রে বন্ধু,
আর আমার দরদী নাই রে..
না জেনে করেছি কর্ম
দোষ দিবো আর কারে?..
সর্পের মাথায় হাত দিয়াছি,
বিষে অঙ্গ জ্বলে রে..
আর আমার দরদী নাই রে..
আমার বুকে আগুন রে বন্ধু,
তোমার হাতে পানি,
দুই দেশে দুইজনার বাস
কে নিভায় আগুনি রে?
আর আমার দরদী নাই রে..
জনম দুখী কর্ম পোড়া
ভাগ্যে না লয় জোড়া,
এ করিম-রে করবায় নাকি
দেশের বাতাস-ছাড়া রে?..
আর আমার দরদী নাই রে..
রচনাঃ বাউল শাহ্ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার