কে কথা কয় রে দেখা দেয় না
কে কথা কয় রে দেখা দেয় না।
নড়ে চড়ে হাতের কাছে
খুঁজলে জনম ভর মেলে না।।
খুঁজি যারে আসমান জমি
আমারে চিনি নে আমি
এ কি বিষম ভুলে ভ্রামি
আমি কোনজন সে কোনজনা।।
রাম রহিম বলছে যেজন
ক্ষিতি জল কি বায় হুতাশন
শুধালে তাঁর অন্বেষণ
মূর্খ দেখে কেও বলে না।।
হাতের কাছে হয় না খবর
কি দেখতে যাও দিল্লি লাহোর
সিরাজ সাঁই কয় লালনরে তোর
সদায় মনের ঘোর গেল না।।