বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যর উপর
পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোঁড়ায় নাইরে মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান হলে পরে।।
ঘরের মূলাধার কুঠরি নয়টা
তাঁর উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ঘরে নিচে উপর সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।
শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):