ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে।।মানলে কবিরাজের বাক্য
তবে তো রোগ হত আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ
হয়ে রোগ বাড়ালি রে।।অমৃত ঔষধ খালি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ লালসে ভুলে রইলি
ধিক তোর লালসে রে।।লোভে পাপ, পাপে মরণ
তা কি জান না রে মন
লালন বলে, যা যা এখন
মর গে ঘোরে বিমারে।।
শিল্পীঃ- নিজাম সাঁই