মায়াতে ভুললে পরে রতন মিলেনা
কর সাধনা মায়ায় ভুলোনা
মায়াতে ভুললে পরে রতন মিলেনা।।
সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে রয়
মেঠোপাত্রে দিলে তা কেমন দেখায়
তর মন হল মেঠে কি করবি কেঁদে কেটে
আগে কর যেয়ে পাত্রের ঠিকানা ।।
চেতন গুরু ধরে কর ভগ্নাংশ শিক্ষা
নিজগুনেতে পূর্ণমান তাতে হবে রক্ষা
আগে মনমতি ভাল হও দীক্ষা শিক্ষালও
মানুষ অংক কষতে যেন ভুল করনা ।।
বাংলা শিক্ষা করগা আগে
ইংরাজিতে দিয় মন বিভাগে
বাংলা না শিখে ইংরাজিতে মন দিলে
ফকির লালন বলে করছ পাশের ভাবনা ।।