হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা
কে বানালো এমন রংমহল খানা
হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা।।বিনা তেলে জ্বলে বাতি
দেখতে যেমন মুক্তামনি
জলময় তাঁর চতুভ্রিতি
মধ্যে থানা।।তিল পরিমান জায়গা সে যে
হদ্দরূপ তাহার মাঝে
কালায় শোনে আঁধলায় দেখে
ন্যাংড়ার নাচনা।।যে গড়েছে এ রংমহল
না জানি তাঁর রূপটি কেমন
সিরাজ সাঁই কয় নাই রে লালন
তাঁর তুলনা।।
শিল্পীঃ- শাহনাজ বেলী